বুধবার ১৯ মার্চ ২০২৫ - ১১:১৫
সম্ভাব্য শবে কদরের রাত ও তার রহস্য!

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের শবে কদরের রাতের সর্বোচ্চ ফযিলত ও বরকত লাভের তাওফিক দান করুক।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,
التَّقدیرُ فی لَیلَةِ تِسعَ عَشرَةَ و الإبرامُ فی لَیلَةِ إحدی و عِشرینَ و الإمضاءُ فی لَیلَةِ ثلاثَ و عِشرینَ

তাকদীর (ভাগ্য নির্ধারণ) নির্ধারিত হয় উনিশতম রাতে, ইবরাম (দৃঢ়ীকরণ) হয় একুশতম রাতে এবং ইমদা (চূড়ান্ত অনুমোদন) হয় তেইশতম রাতে।

[আল-কাফি, খণ্ড- ৪, পৃষ্ঠা- ১৫৯]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha